what the hell Imran H Sarker doing


Why this violence ? we hate all atheist


ডাঃ ইমরান এইচ সরকার সাংবাদিকদের সামনে বলেছেন " আমাদের আন্দোলন অহিংস"

তির্যকঃ তাই নাকি?তাহলে একটা একটা শিবির ধর,ধইরা ধইরা জবাই কর! এইটা কি অহিংস আন্দোলনের স্লোগান?

তিনি আরো বলেছেনঃ " আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পুর্ন মিথ্যা,বানোয়াট।আমরা কখনো ধর্মের বিরুদ্ধে কথা বলিনি এবং ধর্ম নিয়ে উস্কানীও দেইনি"
...
তির্যকঃ হুম…ব্লগার রাজিবের লেখাগুলা দিয়াই তো বুঝা যায় আপ্নারা ধর্ম নিয়া উস্কানী দেন কিনা!

" আমরা আলেমদের কাছ থেকে জানতে চেয়েছিলাম উনারা আমাদের বিরুদ্ধে কি কি অভিযোগ শুনেছেন"

তির্যকঃ দুনিয়ার মানুষ জানে আর আপ্নে জানেন না!জানেন,আর জানেন বইলাই আপ্নারে জানানোর প্রয়োজন উনারা বোধ করেন নাই।জাগ্রত মানুষকে কি জাগানো যায়?

"ধর্মের সঙ্গে গণজাগর মঞ্চের কোন মতবিরোধ নেই"

তির্যকঃ সেটা আছে কি নাই তা আপ্নাদের প্রাথমিক আন্দোলনের সংবাদগুলো পর্যালোচনা করলেই বুঝা যাবে।আপনারা সকল ধরনের ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছিলেন না?উলামায়ে কিরাম আন্দোলনে নামার পর বেশভুষা পাল্টে জামাত নিষিদ্ধের দাবী তুলেছেন।তাই নয়কি?

তিনি আরো বলেনঃ "ব্লগার মানেই নাস্তিক নয়"

তির্যকঃ হ্যা!এবার সঠিক কথা বলেছেন।ব্লগার মানেই নাস্তিক না তার প্রমান আন্দোলনের শুরুতে অনেক ব্লগার সমাবেশে যোগ দিত,এখন তারা অধিকাংশই নেই।এর কারন আপনাদের মাথায় নাস্তিক্যের বীজ ওরা দেখতে পেয়েছে।তাই ওরা এখন দ্বিতীয়বার ভুল করতে চায়না।আর ব্যাক্তিগত ভাবে আমিও ব্লগিং করি,কিন্তু সেটা নাস্তিক্যবাদ ছড়ানোর জন্য নয়,তাউহীদের দাওয়াত প্রচারের জন্য!

No comments:

Post a Comment