আল্লামা সাঈদীর ফাঁসির রায় অগ্রহণযোগ্য : said Imam of Masjid al-Haram

 TtTt

আল্লামা সাঈদীর ফাঁসির রায় অগ্রহণযোগ্য : কাবা শরিফের ইমাম (Imam of Kaba Sharif)



বাংলাদেশের ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পবিত্র কাবা শরিফের ইমাম আবদুল রহমান ইবনে আবদুল আজিজ। খবর নিউজট্রাইব।

আল্লামা সাঈদীর বিরুদ্ধে দেয়া রায়ের সমালোচনা করে ওই মন্তব্য করেন পবিত্র কাবার ইমাম।
...
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানুষ হত্যার অভিযোগে আল্লামা সাঈদীকে দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল ফাঁসির রায় দেন।

জামায়াতে ইসলামীর এক বিবৃতিতে বলা হয়, পবিত্র কাবার ইমাম বলেছেন, জামায়াতে ইসলামীর নেতা আল্লামা সাঈদী কেবল বাংলাদেশের নন তিনি মুসলিম বিশ্বের একজন বড় মাপের ইসলামি চিন্তাবিদ ও কুরআনের গবেষক।

কাবা শরিফের ইমাম আরও বলেন, বিশ্ব মুসলিমের কাছে একজন প্রিয় ব্যক্তিত্ব তিনি। কাবা শরিফের ইমাম বলেন, তিনি ব্যক্তিগতভাবে সাঈদীকে চেনেন। তিনি সাঈদীকে ফাঁসি দেয়ার রায়কে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। http://www.dailynayadiganta.com/new/?p=140328
See More

No comments:

Post a Comment